‘কথা হলো একটাই, মাথাভাঙ্গা নদী বাঁচাতে চাই’

একটি শোভাযাত্রা কোর্ট এলাকা ঘুরে মাথাভাঙ্গা নদীর সেতুর কাছে শেষ হয়; পরে শহীদ হাসান চত্বরে তারা মানববন্ধন করেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2022, 05:47 PM
Updated : 12 Nov 2022, 05:47 PM

দখল ও দূষণ থেকে মাথাভাঙ্গা নদীতে রক্ষার দাবি নিয়ে চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছেন স্থানীয়রা।   

‘কথা হলো একটাই, মাথাভাঙ্গা নদী বাঁচাতে চাই’ শ্লোগানে শনিবার শোভাযাত্রা, মানববন্ধন ও নদী পরিদর্শন করেন ‘মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন’-এর সদস্যরা। 

সরেজমিনে জানা যায়, সকাল ৯টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয় এলাকার মাথাভাঙ্গা নদীর তীর থেকে শোভাযাত্রা শুরু হয়। এরপর কোর্ট এলাকা ঘুরে শোভাযাত্রা বড়বাজারে মাথাভাঙ্গা নদী ব্রিজের কাছে শেষ হয়। 

পরে শহীদ হাসান চত্বরে তারা মানববন্ধন করেন। 

মানববন্ধনে মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের চুয়াডাঙ্গার সভাপতি হামিদুল হক মুন্সী বক্তব্য রাখেন।   

মানববন্ধন শেষে চুয়াডাঙ্গা পুলিশ পার্কের কাছ থেকে মাথাভাঙ্গা বাঁচাও আন্দোলনের আয়োজনে নৌ-পরিদর্শন শুরু হয়। শহরের বাজারপাড়া, মাস্টারপাড়া, হাজরাহাটি, তালতলা গ্রাম ঘুরে নৌকা ফিরে আসে চুয়াডাঙ্গা পুলিশ পার্কে। 

মাথাভাঙ্গা বাঁচাও আন্দোলনের সভাপতি হামিদুল হক মুন্সী বলেন, মাথাভাঙ্গা বাঁচলে জেলার নবগঙ্গা, চিত্রাসহ অন্য নদীগুলোকেও বাঁচানো যাবে। 

নৌকাযোগে পরিদর্শনের মাধ্যমে মাথাভাঙ্গা নদীর দখল ও দূষণের স্থানগুলো চিহ্নিত করা হবে জানিয়ে তিনি বলেন, তারপর সেই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে দখল ও দূষণ দূর করার উদ্যোগ নেওয়া হবে।