সিলেট সিটি নির্বাচন: মনোনয়নপত্র নিলেন আনোয়ারুজ্জামান

সোমবার পর্যন্ত মেয়র পদে পাঁচ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2023, 05:46 PM
Updated : 8 May 2023, 05:46 PM

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ আনোয়ারুজ্জামান চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার বিকালে সিলেটের আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

এ নিয়ে সোমবার পর্যন্ত মেয়র পদে পাঁচ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেন।

সিলেটের আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেল (সিটি নির্বাচন) কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন সোমবার এ কথা জানান।

আনোয়ারুজ্জামান চৌধুরী ছাড়াও মনোনয়নপত্র নিয়েছেন ইসলামী আন্দোলনের হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, স্বতন্ত্র মোহাম্মদ আবদুল হানিফ কুটু, মোহাম্মদ আব্দুল মান্নান খান ও সামছুন নুর তালুকদার।

এ ছাড়া সোমবার পর্যন্ত কাউন্সিলর পদে ১৪টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭২ জন এবং ৪২টি সাধারণ ওয়ার্ডে ২৪৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ২১ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে; বাছাই ২৫ মে।

আপিল কর্তৃপক্ষের কাছে আপিল দায়েরের শেষ সময় ২৮ মে; আপিল নিষ্পত্তির শেষ সময় ৩১ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ জুন।  প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২ জুন।

২০০২ সালে প্রতিষ্ঠিত সিলেট সিটি করপোরেশনের আয়তন ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার। নগরে ওয়ার্ড আছে ৪২টি। মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন।