সাত প্রতিষ্ঠানকে ৪৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
Published : 30 Jan 2024, 08:56 AM
হবিগঞ্জ শহরে আলু ও ডিমের অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে সাত প্রতিষ্ঠানকে ৪৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরে শহরের চৌধুরী বাজার এ অভিযান চালান হয় বলে জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান।
তিনি বলেন, সরকার আলু ও ডিমের দাম নির্ধারণ করে দিয়েছে। কিন্তু এরপরও ব্যবসায়ীরা বেশি দামে এসব পণ্য বিক্রি করছেন।
তিনি আরও বরেন, শহরের চৌধুরী বাজারের বেশ কয়েকটি আলু ও ডিমের দোকানে অভিযান চালানো হয়।
এ সময় ক্রয়-বিক্রির সঠিক রসিদ না থাকা এবং বেশি দামে পণ্য বিক্রির অপরাধে সাত প্রতিষ্ঠানকে ৪৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]