এই সময়ে সবচেয়ে বেশি টোল আদায় হয়েছে গত ১৪ জুন। সেদিন ২৪ ঘণ্টায় আদায় হয় ৪ কোটি ৮২ লাখ ১৮ হাজার ৬০০ টাকা।
Published : 19 Jun 2024, 09:11 PM
ঈদযাত্রার পদ্মা সেতুতে ২৯ কোটি ৩১ লাখ ৭১ হাজার ৩৫০ টাকা টোল আদায় হয়েছে।
গত ১০ জুন থেকে ১৮ জুন দুপুর ১২ টা ৯ দিনে পর্যন্ত এই টোল আদায় হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
টোলের বেশিরভাগ আদায় হয়েছে ঢাকা থেকে দক্ষিণের যাত্রায় মাওয়া প্রান্তে, যাতে বোঝা যায়, যত মানুষ বাড়ি গেছে, তত মানুষ এখনো ফেরেনি।
এই ৯ দিনে মাওয়া প্রান্তে টোল আদায় হয়েছে সাড়ে ১৫ কোটি টাকারও বেশি। অন্যদিকে জাজিরা প্রান্তে অর্থাৎ ঢাকার দিকে যেসব গাড়ি এসেছে, সেগুলো পারাপারে টোল আদায় হয়েছে পৌনে ১৪ কোটি টাকার কিছু বেশি।
সংস্থাটির অতিরিক্ত প্রকৌশলী আমিরুল হায়দার চৌধুরী জানান, এই ৯ দিনে দুই প্রান্ত দিয়ে ২ লাখ ৫২ হাজার ২৬৯ টি যানবাহন পারাপার হয়েছে।
এই সময়ে সবচেয়ে বেশি টোল আদায় হয়েছে গত ১৪ জুন। সেদিন ২৪ ঘণ্টায় আদায় হয় ৪ কোটি ৮২ লাখ ১৮ হাজার ৬০০ টাকা।
পরের দিন আদায় হয় ৪ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৯০০ টাকা। ঈদের আগের দিন ১৬ জুন টোল উঠে ৩ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ১৫০ টাকা।
ঈদের দিন আদায় হয় ১ কোটি ৬৭ লাখ ১৬ হাজার ৫৫০ টাকা, পরের দিন যা বেড়ে হয় ২ কোটি ৭১ লাখ ২২ হাজার টাকা।
ঈদ যাত্রা শুরুর আগে স্বাভাবিক সময়ে দিনে টোলের পরিমাণ ছিল ২ কোটি ৬০ লাখ টাকা থেকে ২ কোটি ৮২ লাখ টাকার মধ্যে।
গত ১২ জুন টোল আদায় ৩ কোটি টাকা ছাড়িয়ে যায়। আর ঈদের আগে শেষ কর্মদিবস ১৩ জুন বিকাল থেকে ঢাকা থেকে মফস্বলমুখী গাড়ির চাপে টোল ছাড়ায় সাড়ে তিন কোটি টাকা।