এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
Published : 15 Mar 2025, 11:17 AM
নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার শেষ রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোজাম্মেল হক।
তিনি বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা চার্জের একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
আগুনে ছাপাখানা, প্লাস্টিকের খেলনা দোকান, প্লাস্টিকসামগ্রী তৈরির কাঁচামালের গুদামঘর ও বেকারি সামগ্রীর চাঁচ তৈরির একটি কারখানাসহ আট দোকান পুড়ে গেছে বলে জানায় ফায়ার সার্ভিস।
ঈদের আগে আকস্মিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দিশেহারা হয়ে পড়েছেন। এমন ক্ষতি কীভাবে কাটিয়ে উঠবেন জানে না তারা।