দুজনকেই ঢাকার দুটি ভিন্ন এলাকা থেকে লালমনিরহাটের গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।
Published : 27 Feb 2025, 05:30 PM
লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবু বক্কর সিদ্দিক শ্যামল গ্রেপ্তার হয়েছেন। একইসঙ্গে ছাত্রলীগ নেতা কামরুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন লালমনিরহাটের এসপি তরিকুল ইসলাম।
বুধবার রাতে দুজনকেই ঢাকার দুটি ভিন্ন এলাকা থেকে লালমনিরহাটের গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর কোতোয়ালি থানার একটি মামলা ও হাতীবান্ধা থানার একাধিক জিডি থাকায় আবু বক্কর সিদ্দিক শ্যামল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ-২ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শ্যামল লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছাড়াও হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজের অধ্যক্ষ।
গ্রেপ্তার তার ঘনিষ্ঠ সহযোগী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য কামরুল হাসান পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গোরপোতা গ্রামের বাসিন্দা।
পাটগ্রাম থানার একাধিক জিডি আছে তার বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ধানমন্ডির সোবাহানবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে লালমনিরহাটের এসপি তরিকুল ইসলাম জানান।
তিনি বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।