তিনদিন আগে বাবার ঝুটের গুদাম থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হয় শিশুটি।
Published : 10 Jul 2024, 11:48 PM
নিখোঁজের তিনদিন পর গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে আমবাগ মধ্যপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার এসআই কামরুজ্জামান লিটন জানান।
ছয় বছর বয়সি নিহত সানজিদুল হক তামিম ময়মনসিংহের ফুলপুর উপজেলার মাটিচাপড় এলাকার নাজমুল হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই কামরুজ্জামান লিটন জানান, আমবাগ এলাকায় রফিকুল ইসলামের ভাড়া বাসায় বাবা-মায়ের সাথে বসবাস করত শিশুটি। সেখানে থেকে সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত।
তিনদিন আগে বাবার ঝুটের গুদাম থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হয় তামিম। অনেক খোঁজাখুঁজির পরও ছেলের সন্ধান না পেয়ে বাবা নাজমুল হোসেন কোনাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
এদিকে, বুধবার দুপুরে তাদের বাসার পাশে কলাবাগান থেকে দুর্গন্ধ পেয়ে লোকজন সেখানে গিয়ে শিশুটির অর্ধ গলিত লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
এসআই কামরুজ্জান বলেন, “ধারণা করা হচ্ছে, দুই/তিন দিন আগেই শিশুটির মৃত্যু হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা চলছে।”