উপস্থিত স্বজনরা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন।
Published : 19 Mar 2024, 01:43 PM
পাবনার বেড়া উপজেলার একটি কবরস্থানে ১৭টি কবরের দেহাবশেষের হদিস মিলছে না। স্থানীয়দের ধারণা, কবরগুলির কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
উপজেলার আমিনপুর থানার খাস আমিনপুর কেন্দ্রীয় কবরস্থানে এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আমিনপুর থানার ওসি হারুনর-অর-রশীদ।
মঙ্গলবার সকালে বিষয়টি স্থানীয়রা বুঝতে পারেন। এরপর থেকেই কবরস্থানে স্বজনেরা ভীড় করতে থাকেন। এক পর্যায়ে উপস্থিত স্বজনরা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন।
চুরি হওয়া এক কবরের লাশের স্বজন আবুল হোসেন বলেন, “এটা ভাবতেই অবাক লাগছে, একদম মহাসড়কের পাশে এই কবরস্থান থেকে কঙ্কাল চুরি কোনো সাধারণ ঘটনা নয়। আমাদের দাবি পুলিশ দ্রুত এই ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবেন।”
স্থানীয় বাসিন্দা মীর সাহিদ বলেন, “এতো দিন আমরা দেখে আসছি বেঁচে থাকা অবস্থায় মানুষের নিরাপত্তা নেই। এখন দেখছি মরে গেলেও মানুষের লাশেরও নিরাপত্তা নেই।”
ওসি হারুনর-অর-রশীদ বলেন, “বিভিন্ন সময়ে কঙ্কালগুলো হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।”