Published : 07 Feb 2025, 03:08 PM
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বাসভবনের সামনের অংশ ভেঙে ফেলা হয়েছে।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজশাহী নগরের উপশহর এলাকায় এক্সক্যাভেটর দিয়ে তিনতলা বাড়িটি ভাঙা হয়।
সে সময় সেখানে উপস্থিত ক্ষুব্ধ জনতাকে সাবেক মেয়র লিটনের বিরুদ্ধে নানা শ্লোগান দিতে দেখা যায়।
এছাড়া এক্সক্যাভেটর দিয়ে বাড়ি ভাঙা দেখার জন্য অনেক সাধারণ মানুষও সেখানে ভিড় করেন। অনেকেই ঘটনাস্থল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি প্রচার করেন।
তবে এ ব্যাপারে দ্বায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি। যোগাযোগ করা হলেও এ নিয়ে কোনো কথা বলতে চাননি পুলিশের কর্মকর্তারাও।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবার নিয়ে আত্মগোপনে চলে যান খায়রুজ্জামান লিটন।
ওই দিনই এ বাড়িটিতে হামলা করা হয়। বাড়ির সবকিছুই লুট হয়ে যায় সেদিন। পরে বাড়িটির দরজা-জানালাও খুলে নিয়ে যাওয়া হয়। এর পর থেকে শুধু পরিত্যক্ত বাড়ি হিসাবে ভবনটি দাঁড়িয়েছিল।
বৃহস্পতিবার রাতে প্রাচীরসহ সে ভবনটির সামনের একাংশ ভেঙে ফেলা হল।
এর আগে উপশহর নিউমার্কেট এলাকায় আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয় ও শামীম নামের আওয়ামী লীগের এক নেতার চেম্বার এক্সকাভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে।
এছাড়া বৃহস্পতিবার দুপুরে বাঘার আড়ানী পৌরসভার চকসিঙ্গা এলাকায় রাজশাহীর-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।