ফেনীর মধ্যম রামপুর এলাকার র্যাব ক্যাম্প সংলগ্ন মদিনা অটো গ্যারেজের সামনে থেকে এসব মাদক জব্দ করা হয়।
Published : 07 Dec 2024, 12:18 PM
ফেনী সদর উপজেলায় প্রাইভেট কার তল্লাশি করে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করেছে র্যাব। এ সময় এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার মধ্যম রামপুর এলাকার র্যাব ক্যাম্প সংলগ্ন মদিনা অটো গ্যারেজের সামনে থেকে এসব মাদক জব্দ করা হয় বলে র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান।
গ্রেপ্তার মো. মোস্তাক (৩৫) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার চিওড়া এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। কুমিল্লা থেকে চট্টগ্রামগামী প্রাইভেট কারটি থামানোর সংকেত দিলে গাড়ি থামিয়ে মোস্তাক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন র্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।
পরে প্রাইভেট কার তল্লাশি করে ৩৯৯ বোতল ফেনসিডিল ও ২৫ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব। এ সময় প্রাইভেট কারটি জব্দ করা হয়।
স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে মাদক সংগ্রহ করে চট্টগ্রাম ও কক্সবাজার পৌঁছে দিতেন মোস্তাক। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য আট লাখ টাকা।
আটক যুবক ও মাদকদ্রব্য ফেনী মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।