মুন্সীগঞ্জ আদালতে ‘জুলাই স্মৃতি সংযোগ করিডোর’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।
Published : 06 Jan 2025, 11:49 PM
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সচল করতে করা সংস্কার কমিশনের প্রতিবেদন চলতি মাসেই পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন গৃহায়ণ, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
তিনি বলেছেন, “প্রধান উপদেষ্টা এরই মধ্যে জাতীয় নির্বাচনের একটি টাইম ফ্রেম ঘোষণা করেছেন। সে মোতাবেক জানুয়ারি মাসের মধ্যে সংস্কার কমিটির রিপোর্টও জমা হবে। প্রতিবেদনগুলো পাওয়ার পরেই সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে।”
সোমবার বিকালে মুন্সীগঞ্জ আদালতে ‘জুলাই স্মৃতি সংযোগ করিডোর’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।
মুখ্য বিচারিক হাকিম আদালতের বহুতল ভবনের সঙ্গে জেলা জজ আদালত ভবনের সংযোগ করার জন্য উপরতলায় এই পথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই করিডোর নির্মাণ হলে আইনজীবী ও বিচারপ্রার্থীদের দুই আদালতে যাতায়াত সহজ হবে।
সংযোগ করিডোরটি ভিত্তিফলকে শহীদ রিয়াজুল ফরাজী, শহীদ মো. ফরিদ শেখ, শহীদ মো. সজল, শহীদ মানিক মিয়া শারিক চৌধুরী ও শহীদ ডিপজল সরদারের নাম লেখা রয়েছে। তাদের পরিবার সদস্যদের নিয়ে উপদেষ্টা আদিলুর রহমান খান এই ফলক উন্মোচন করেন।
এরপর উপদেষ্টা আদালত চত্বরে একটি বৃক্ষরোপণ করেন। এর আগে তিনি সাংবাদিকদের শহীদ পরিবার নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, মুখ্য বিচারিক হাকিম গাজী দেলোয়ার হোসেন, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শামীম আক্তার, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মুজিবুর রহমান, রাষ্ট্রপক্ষের আইনজীবী তোতা মিয়া, হালিম হোসেন, জাহাঙ্গীর হোসেন ঢালী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আর্শেদ উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি জাকারিয়া মোল্লা, বর্তমান সাধারণ সম্পাদক আবুল হাসান মৃধা, মুন্সীগঞ্জ শহর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন।