এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকদের।
Published : 19 Feb 2025, 01:10 PM
বরিশালের উজিরপুর উপজেলায় অগ্নিকাণ্ডে আটটি দোকান ভস্মীভূত হয়েছে। এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকদের।
মঙ্গলবার রাত ১২টায় উপজেলার জয়শ্রী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান উজিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রশিদ।
খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা।
অগ্নিকাণ্ডে আবু তালেবের মুদি দোকান, আজিজুলের ফার্নিচার, ফয়সালের ইজিবাইক, ধনু সরদারের থাই গ্লাস, আলামিনের মোটরসাইকেল গ্যারেজ, কবিরের রেন্ট এ কারের দোকান এবং জাকির শিকদার ও সবুজের মোটরসাইকেলের ওয়ার্কশপ পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের আব্দুর রশিদ বলেন, রাত ১২টার দিকে কবিরের রেন্ট এ কারের দোকানে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় দোকানগুলোতে কেউ না থাকায় আগুন দ্রুত পাশের দোকানে ছড়ায়।
খবর পেয়ে উজিরপুর ও গৌরনদী উপজেলা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত না করে বলা যাবে না।
তবে দোকানগুলো থেকে কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে দাবি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তার।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে উজিরপুরের ইউএনও আলী সুজা বলেন, ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার চেষ্টা করা হবে।
ঘটনাস্থলে ইউএনও আসার খবর পেয়ে জয়শ্রী বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া খালটি খননের দাবি জানান স্থানীয়রা। দখলদারদের কবলে পড়ে বর্তমানে খালটিতে পানির প্রবাহ নেই। যার কারণে আগুন নেভাতে গিয়ে বিপাকে পড়তে হয়েছিল ফায়ার সার্ভিসকে।
স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে খালটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ইউএনও আলী সুজা।