মুন্সীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
Published : 26 Jan 2025, 10:57 PM
৫ অগাস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যেসব শক্তি সক্রিয় ছিল তাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে বলে মন্তব্য করেছেন শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
তিনি বলেছেন, “৫ অগাস্টের গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। সেটা হতে দেওয়া যাবে না। ৫ অগাস্টের সব শক্তি একসঙ্গে থাকতে হবে। যাতে ফ্যাসিবাদ কখনো ফিরে আসতে না পারে।”
রোববার মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ঐক্য ও সংগ্রামের স্বার্থে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে আদিলুর রহমান বলেন, “ফ্যাসিবাদ বারে বারে আসার চেষ্টা করবে। আমাদের প্রধান কাজ তাকে প্রতিহত করা। ফ্যাসিবাদ যেন কখনোই মাথা উঁচু করে বাংলাদেশে দাঁড়াতে না পারে। তাদের বিচার করা এবং ফ্যাসিবাদি শক্তিকে চিরস্থায়ীভাবে বাংলাদেশে মাটিচাপা দেওয়া হবে।”
“যারা শহীদ পরিবার, আপনাদের চারপাশের সন্তানদেরকে আপনাদের সন্তান হিসেবে দেখতে হবে এবং তারাও আপনাদের সে হিসেবে দেখবে। আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। থাকব বলার উপায় নেই, থাকার চেষ্টা করছি। কারণ, কালকে হয়ত দেখা যাবে আমরাও নাই। আমরাও শিকার হয়ে গেছি।”
উপদেষ্টা বলেন, “তাই যতক্ষণ সংগ্রাম-ঐক্য চলমান থাকবে ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া জীবন্ত থাকবে। আর যখন সেখানে স্থবিরতা থাকে তখন দেখা যাবে আমরা আক্রান্ত হয়েছি। সংগ্রামও দুর্বল হয়ে গেছে। আমাদের আকাঙ্ক্ষার জায়গাটা সেইভাবে হচ্ছে না।”
পরে আদিলুর রহমান মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন। এ সময় তিনি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন।
জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টার একান্ত সচিব সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, মানবাধিকার কর্মী এ এস এম নাসিরউদ্দিন এলান, সিভিল সার্জন মঞ্জুরুল আলম।