সকালে নগরের শিরোইল এলাকার একটি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে তিনটি বাস পিকনিকে যাচ্ছিল; একটি বাসের পেছনে ধাক্কা দেয় বালুবাহী ট্রাক।
Published : 20 Feb 2025, 05:50 PM
রাজশাহীতে শিক্ষার্থীদের পিকনিকের বাসে ধাক্কা দিয়েছে বালুবাহী ট্রাক। এতে ট্রাকচালক আহত হলেও
অর্ধশত শিক্ষার্থী অল্পের জন্য প্রাণে বেঁচেছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রাজশাহী নগরের বুধপাড়া নতুন বাইপাসের নজিরের মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে নগরের মতিহার থানার ওসি আবদুল মালেক জানান।
আহত ট্রাকচালক মো. সুইট (২৫) নগরের বারোরাস্তা বাচ্চুর মোড় এলাকার বাসিন্দা।
তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহসান হাবিব নামে এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, “ট্রাকটি বাসের পেছনে ধাক্কা দেয়। এ সময় বাসে ঝাঁকুনি লাগে। ভেতরে থাকা শিশু-শিক্ষার্থীরা চিৎকার দিয়ে ওঠে। পরে বাস থামলে শিক্ষার্থীরা দ্রুত নেমে পড়ে।”
ওসি আবদুল মালেক বলেন, “সকালে রাজশাহী নগরের শিরোইল এলাকার গোল্ডেন টাচ প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের নিয়ে তিনটি বাস নাটোরের লালপুরের গ্রিন ভ্যালি পার্কে যাচ্ছিল। পথে বুধপাড়ার নতুন বাইপাসের নজিরের মোড় এলাকায় পেছন থেকে বালুবাহী ট্রাক একটি বাসকে ধাক্কা দেয়। এতে বাসের পেছনের অংশ ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।”
তিনি বলেন, “ওভারটেক করার সময় বাসের পেছনে ধাক্কা দেয় ট্রাকটি। ভেতরে ট্রাকের চালক আটকে ছিলেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। শিক্ষার্থীদের অন্য বাসে পিকনিকে পাঠানো হয়েছে।”
ওসি আরো বলেন, “বাস মালিক ঘটনাস্থলে গিয়ে ট্রাক মালিকের সঙ্গে সমঝোতা করে নিয়েছেন। থানায় কোনো অভিযোগ করেননি।”