চারটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার ওপর হামলা করে।
Published : 26 Feb 2025, 09:22 PM
ফেনীর সদর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে সংবাদ প্রকাশের জেরে এক সাংবাদিককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
বুধবার দুপুরে কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সিলোনীয়া মাদ্রাসা সংলগ্ন সালেহ আহমেদের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফেনীর পুলিশ সুপার (এসপি) হাবিবুর রহমান।
আহত মো. ওমর ফারুক (৪০) দৈনিক ইনকিলাবের ফেনী জেলা প্রতিনিধি।
আহত সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, বুধবার বাড়ি থেকে বের হয়ে শহরের দিকে যাচ্ছিলেন ওমর ফারুক। পথে চারটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তার ওপর হামলা করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে তাৎক্ষণিক তাকে দেখতে হাসপাতালে ছুটে যায় জেলায় কর্মরত সাংবাদিকরা।
সাংবাদিক ওমর ফারুক বলেন, গত ৪ জানুয়ারি ইনকিলাব পত্রিকায় 'ফেনীতে হত্যা মামলার আসামি তাঁতীলীগ নেতার বিরুদ্ধে বালু লুটের অভিযোগ' শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
ওই প্রতিবেদনে জেলা যুবদল নেতা শিপন, ইউনিয়ন যুবদল নেতা জামাই ফারুক, ইউনিয়ন তাঁতীদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর, সদর উপজেলা শ্রমিক দল নেতা মামুন, সদর উপজেলা ছাত্রদলের সাবেক রাফিকসহ অনেকেই বালু লুটের সঙ্গে জড়িত বলে উল্লেখ করা হয়।
তিনি আরও বলেন, “এই সংবাদ প্রকাশ হওয়ার পর আমার বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসে কালিদহ ইউনিয়নের যাত্রাসিদ্দি গ্রামের ওমর ফারুক ওরফে জামাই ফারুক। তারই ধারাবাহিকতায় আজকে (বুধবার) আমার ওপর হামলা চালানো হয়েছে।
“হামলায় ফারুকের নেতৃত্বে স্থানীয় সোহাগ, মামুন, তারেক রাহিদ, রাসেল ও কিরণসহ একদল সন্ত্রাসী আমাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে।”
ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে সাংবাদিকরা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
এছাড়া হামলার প্রতিবাদে বৃহস্পতিবার ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে জেলা যুবদলের সদস্য সচিব নায়েমউল্লাহ বরাত বলেন, ওমর ফারুক এক সময় যুবদলের সদস্য ছিলেন। পরে তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। বর্তমানে তিনি দেশে ফিরলেও তার সঙ্গে যুবদলের কোনো সম্পর্ক নেই।
এদিকে হামলার খবর পেয়ে এসপি হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে হাসপাতালে এসে আহত সাংবাদিককের সঙ্গে কথা বলেন।
পরে তিনি গণমাধ্যম কর্মীদেরকে বলেন, ক্ষতিগ্রস্ত সাংবাদিকের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। একই সঙ্গে অপরাধীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।