বেড়াল ছানা ধরতে গিয়ে কয়েকটি ভিমরুল শিশুটিকে কামড়ে দেয়।
Published : 22 Feb 2024, 09:41 AM
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ভিমরুলের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটি মারা যায় বলে চিকিৎসা কর্মকর্তা মৌসুমী চক্রবর্তী জানান।
নিহত সিয়াম (৮) পূর্বধলা সরকারি কলেজ রোড এলাকার মনিরুজ্জামানের ছেলে।
পরিবারের বরাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মৌসুমী বলেন, কয়েকদিন ধরে সিয়াম একটি বিড়াল ছানা পোষছিল। রোববার বিকাল ৪টায় বিড়াল ছানাটি ঘর থেকে দৌঁড়ে বাড়ির পেছনে চলে যায়। সেখানকার গাছে একটি ভিমরুরের চাক রয়েছে। বেড়াল ছানাটি ধরতে গেলে কয়েকটি ভিমরুল শিশুটিকে কামড়ে দেয়।
“পরিবারের লোকজন শিশুটিকে তখনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পর রাতে শিশুটিকে বাড়িতে নিয়ে যায়। ”
চিকিৎসক বলেন, সকালে আবারও শিশুটিকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে চিকিৎসা দিয়ে শিশুটিকে আবার বাড়ি নিয়ে যায়। দুপুরে শিশুটির অবস্থার অবনতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তখন শিশুটি মারা যায়।
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ০২ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]