ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
Published : 13 Jul 2024, 08:10 PM
সিরাজগঞ্জ সদর উপজেলায় যমুনা নদীতে নির্ধারিত মহালের বাইরে অবৈধভাবে বালু তোলায় পাঁচজনকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার দুপুরে সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের ব্রাহ্মণবয়ড়া সংলগ্ন ক্রসবার বাঁধ-১ এলাকায় অভিযান চালানো হয় বলে সহকারী কমিশনার (ভূমি) এস এম রকিবুল হাসান জানান।
আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন, টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার ভলকুটিয়া গ্রামের আব্দুর রাজ্জাক (৫০), একই জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ বিলডগা গ্রামের আল আমিন (২৯), ভুয়াপুর উপজেলার চিতুয়াপাড়া গ্রামের রহিম বাদশা (৩০), সিরাজগঞ্জ শহরের জানপুর মহল্লার মো. সবুজ (২৫) ও ধানবান্ধি মহল্লার রুবেল ভূইয়া (৪৫)।
এস এম রকিবুল হাসান আরও জানান, দণ্ডপ্রাপ্তদের বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।