নাওজোর মহাসড়ক থানার পরিদর্শক জানান, বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে।
Published : 02 Aug 2024, 11:48 PM
গাজীপুরের কালিয়াকৈরে আন্দোলনকারীদের ছবি তুলতে গিয়ে হামলায় ট্রাফিক পুলিশের এক সদস্য আহত হয়েছেন।
শুক্রবার জুমার নামাজের পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজারে এ ঘটনা ঘটে বলে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সাইফুল আলম জানান।
আহত হাফিজুর রহমান জেলা পুলিশের ট্রাফিক বিভাগের সদস্য।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সাইফুল আলম জানান, জুমার নামাজের পর শিক্ষার্থী ও মুসল্লি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজারে বিক্ষোভ করছিলেন। এ সময় ছবি তুলতে যান ট্রাফিক পুলিশ সদস্য হাফিজুর রহমান। তখন তাকে পিটিয়ে আহত করা হয়।
তবে কয়েকজন শিক্ষার্থী আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।
এদিকে, নাওজোর মহাসড়ক থানার পরিদর্শক মো. শাহাদৎ হোসেন জানান, শুক্রবার দুপুর ৩টা থেকে ৬টা পর্যন্ত শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করার ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে ওই পথে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সন্ধ্যার দিকে তারা মহাসড়ক ত্যাগ করে গাড়ি চলাচল শুরু করে।