কুমিরটি ১০ ফুট তিন ইঞ্চি লম্বা এবং ৩৮ ইঞ্চি চওড়া বলে জানিয়েছে বন বিভাগ।
Published : 24 Dec 2024, 09:17 PM
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে একটি কুমির আটকা পড়েছে। যেটি পরে বন বিভাগের লোকজনের কাছে হস্তান্তর করা হয়।
মঙ্গলবার দুপুর ১টার দিকে পদ্মা নদীর ডান তীরে উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের বালু ঘাটের কাছে কুমিরটি ধরা পড়ে বলে জানান কুষ্টিয়ার সামাজিক বন বিভাগীয় কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র।
জালে কুমির আটকের খবর পেয়ে এটি দেখতে আশপাশের নারী-পুরুষ নদীর তীরে ভিড় করেন।
বাংলাদেশ জীববৈচিত্র সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) কুষ্টিয়ার সভাপতি শাহাব উদ্দিন মিলন বলেন, তালবাড়ীয়া এলাকার জেলে শরিফুল ইসলামের জালে একটি কুমির আটকা পড়ে। পরে সেখানে গিয়ে বন বিভাগে খবর দিলে কর্মকর্তারা কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, কিছুদিন ধরে পদ্মা নদী এবং তার শাখা গড়াই নদের কয়েকটি স্থানে কুমির ভাসতে দেখা যায়। মাঝেমধ্যে খাবারের খোঁজে কুমিরটি নদীর চরেও উঠে আসে। এজন্য স্থানীয়রা কুমিরের খাবারের জন্য চরে ছাগল ও হাঁস-মুরগি ছেড়ে দেয়। কিন্তু কুমিরটি সেগুলো খায়নি।
বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র বলেন, কুমিরটি মিঠা পানির। কুমিরটি ১০ ফুট তিন ইঞ্চি লম্বা এবং ৩৮ ইঞ্চি চওড়া।
কুমিরটিকে বাসযোগ্য অনুকূল অভয়ারণ্যে পদ্মার গভীরে অবমুক্ত করার জন্য ভেড়ামারার হার্ডিং ব্রিজের এলাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।