ধলেশ্বরীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবি, প্রাণে বাঁচলেন যাত্রীরা

ট্রলারের সব যাত্রীরা সাঁতরে তীরে উঠেছেন বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2022, 05:47 AM
Updated : 12 August 2022, 05:47 AM

নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লায় ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে৷ যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারায় হতাহত বা নিখোঁজের কোনো ঘটনা ঘটেনি।

বক্তাবলী ফেরিঘাটের অদূরে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরেফিন বলেন, “ট্রলারটি ২০-২১ জন যাত্রী নিয়ে ধলেশ্বরী নদী পার হচ্ছিল। পথে একটি বাল্কহেডের ধাক্কায় তীরের কাছাকাছি এসে সেটি ডুবে যায়৷”

তবে ট্রলারের সব যাত্রী সাঁতরে তীরে উঠেছেন বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানিয়েছেন।

ট্রলারের চালক আমজাদ হোসেন বলেন, “ঘাটের কাছাকাছি থাকা অবস্থায় ভাড়া তুলছিলাম৷ তখন একটি বাল্কহেড ধাক্কা দিয়ে ট্রলারের উপরে উঠে যায়৷ যাত্রীরা তখন নদীতে লাফিয়ে পড়ে এবং সাঁতরে তীরে ওঠে৷

“খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে তিন ঘণ্টা নদীতে তল্লাশি চালায়, তারা নদীতে কাউকে পায়নি। তাছাড়া নিখোঁজ রয়েছে, এমন কেউ দাবিও করে নাই।”

ট্রলারের যাত্রী রমজান মিয়ার দাবি, যাত্রীরা সবাই তার পরিচিত৷ দুর্ঘটনার পর সবাই তীরে উঠেছেন৷ কেউ নিখোঁজ নেই৷

নারায়ণগঞ্জ নৌ পুলিশের এসপি মিনা মাহমুদা বলেন, “রাতে নদীতে বাল্কহেড চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ৷ ওই বাল্কহেডটি কিভাবে চলছিল, তা খোঁজ করছি৷ বাল্কহেডটিকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷”