হবিগঞ্জে নাশকতার চেষ্টা, মহিলা দলের নেত্রী গ্রেপ্তার

গ্রেপ্তার তিনজনের নামে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2023, 09:25 AM
Updated : 13 Nov 2023, 09:25 AM

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের মধ্যে হবিগঞ্জ শহরে নাশকতার চেষ্টার অভিযোগে মহিলা দলের দুই নেত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সকালে শহরের নতুন বাস টার্মিনাল এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে হবিগঞ্জ সদর মডেল থানারওসি অজয় চন্দ্র দেব জানান।

গ্রেপ্তাররা হলেন- হবিগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি ফাতেমা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা ও কর্মী সুমা আক্তার।

ওসি বলেন, “বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের সমর্থনে জেলা মহিলা দলের সভাপতি ফাতেমাসহ কয়েকজন বাস টার্মিনাল এলাকায় গিয়ে নাশকতার চেষ্টা করে।”

এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তাদের নামে থানায় একাধিক মামলা রয়েছে।

বিকালে তাদের আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।