যদিও মনোনয়ন ফরম উত্তোলনের বিষয়ে কিছু জানেন না বলে মুরাদ হাসান স্থানীয় সাংবাদিকদের জানান।
Published : 26 Nov 2023, 08:52 PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ আসনে নৌকার টিকিট পাননি অডিও কেলেঙ্কারিতে মন্ত্রিত্ব ও দলীয় পদ হারানো সংসদ সদস্য মুরাদ হাসান। তবে তার পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহের তথ্য জানিয়েছে নির্বাচন কার্যালয়।
রোববার বিকালে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে স্বেচ্ছাসেবক লীগের মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান হেলালকে।
তার আগে দুপুরে সরিষাবাড়ী উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মুরাদ হাসানের পক্ষে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মুখলেছুর রহমান মিশু মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সাংবাদিকদের মিশু বলেন, “মুরাদ হাসান এমপির অনুমতিক্রমে তার পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করা হয়েছে। এটি দলীয় মনোনয়ন ঘোষণার আগে আওয়ামী লীগের পক্ষেই কেনা হয়েছিল। এখন যেহেতু তিনি মনোনয়ন পাননি, প্রার্থী হবেন নাকি হবেন না তা পরে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে।”
২০২১ সালে বছর খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে ফেইসবুকে এক টকশোতে বর্ণ ও নারী বিদ্বেষী বক্তব্যের জন্য কড়া সমালোচনা মুখে পড়েন সেসময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা মুরাদ।
এর মধ্যে এক চিত্রনায়িকাকে টেলিফোনে অশালীন মন্তব্য ও হুমকি দেওয়ার একটি অডিও ছড়িয়ে পড়লে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পদত্যাগের নির্দেশ দেন।
প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের পদ থেকেও মুরাদকে অব্যাহতি দেওয়া হয়।
াচন
এই পরিপ্রেক্ষিতে এবার জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে মুরাদ হাসানের দলীয় মনোনয়ন নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে আগেই থেকেই নানা আলোচনা-সমালোচনা ও দ্বিধাদ্বন্দ্ব ছিল। শেষ পর্যন্ত তিনি দলের মনোনয়ন বঞ্চিত হয়েছেন।
মুরাদের মনোনয়নপত্র কেনার বিষয়ে সরিষাবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াৎ হোসেন বলেন, “রোববার প্রথমবারের মতো একটি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এটি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুরাদ হাসানের নামে বিক্রি করা হয়।”
যদিও মনোনয়ন ফরম উত্তোলনের বিষয়ে কিছু জানেন না বলে মুরাদ স্থানীয় সাংবাদিকদের জানান।
জামালপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মতিউর রহমান তালুকদারের ছেলে মুরাদ হাসান ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হয়ে যোগ দিয়েছিলেন বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলে। হয়েছিলেন সংগঠনটির মেডিকেল কলেজ শাখার প্রচার সম্পাদক।
তবে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর কয়েক মাসের মধ্যে মুরাদ দল পাল্টে ছাত্রলীগে যোগ দেন। এরপরে কলেজ ছাত্রলীগের সভাপতিও হন তিনি। এসব ক্ষেত্রে তার বাবার প্রভাব কাজ করেছিল বলে তৎকালীন ছাত্রনেতারা জানিয়েছেন।
২০০৯ সালে পৈত্রিক এলাকা জামালপুরের সরিষাবাড়ি থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন মুরাদ, আওয়ামী লীগের টিকেটে। ২০১৪ সালে বিরতি দিয়ে ২০১৮ সালে ফের সংসদ সদস্য হন।
২০১৯ সালে শেখ হাসিনা টানা তৃতীয়বার সরকার গঠন করলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান মুরাদ। ২০১৯ সালে তাকে স্বাস্থ্য থেকে সরিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
একটি পৌরসভা ও ৮টি ইউনিয়ন নিয়ে জামালপুর-৪ আসনে মোট ভোটার ২ লাখ ৮৯ হাজার ২৬১ জন। এর মধ্যে নারী ১ লাখ ৪৫ হাজার ৩৮৭ জন, পুরুষ ১ লাখ ৪৩ হাজার ৮৭৩ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১ জন।
আরও পড়ুন:
মুরাদ ছাত্রদল থেকে এসেছিলেন ছাত্রলীগে, জানালেন সাবেক ছাত্রনেতারা
মন্ত্রিত্ব হারানো, দলের পদ খোয়ানো মুরাদের সামনে কী?