রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এ মামলা থেকে সাত আসামিকে খালাস দেওয়া হয়েছে।
Published : 11 Jun 2024, 10:02 PM
মুন্সীগঞ্জের সদর উপজেলার ১১ বছর আগের হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড আদালত।
মঙ্গলবার মুন্সীগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক বেগম খালেদা ইয়াসমিন উর্মি দুই আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা দেন বলে ওই আদালতের বেঞ্চ সহকারী মো. হাছান ছারওয়াদী জানান।
দণ্ডিতরা হলেন- সদর উপজেলার রতনপুর গ্রামের মান্নান চোকদারের ছেলে নূর হোসেন চোকদার (৪৮) এবং আনোয়ার হোসেন (৩৮)।
যাবজ্জীবনের পাশাপাশি তাদের দুই ভাইকে এক লাখ টাকা করে জরিমানা; অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় রায়ে।
মামলা নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ১২ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে উপজেলার রতন পুর গ্রামের ছাদেকুল ইসলাম ও তার ভাতিজা শাকিল বাড়ি হতে বের হয়ে তাদের বাড়ির পাশের রাস্তায় আসেন। পূর্ব শত্রুতার জের ধরে ছাদেকুলকে মারধর করে আসামিরা।
এ সময় নূরে হুকুমে আনোয়ার বন্দুক দিয়ে ছাদেকুলকে হত্যা করার জন্য গুলি ছুড়ে। নূর রামদা দিয়ে ছাদেকুলকে কুপিয়ে জখম করে।
গুলির শব্দ পেয়ে ছাদেকুলের মেয়ে শারমিন ও তার চাচী হালিমা বেগম এগিয়ে আসে। পরে আহত অবস্থায় ছাদেকুলকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ছাদেকুলের স্ত্রী আসমা বেগম বাদী হয়ে ২০১৩ সালের ১২ নভেম্বর মুন্সীগঞ্জ সদর থানায় নয়জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মামলা হওয়ার পর হতে নূর এবং আনোয়ার পলাতক রয়েছেন।
তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা। ১৩ জনে সাক্ষ্যগ্রহণ শেষে আদালত দুই ভাইকে দোষী সাব্যস্ত করে মঙ্গলবার এ রায় দেয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম পল্টু বলেন, এ মামলা থেকে সাত আসামিকে খালাস দেওয়া হয়েছে। আদেশের সময় খালাস প্রাপ্ত সাত আসামি আদালতে হাজির থাকলেও দণ্ডপ্রাপ্ত দুই আসামি পলাতক রয়েছেন।