দুই দিন আগে অবৈধ বালু উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
Published : 02 Mar 2025, 10:17 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটির এক নেতার চাঁদা দাবির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালের পর তাকে কারণ দর্শানোর নোটিস-শোকজ করা হয়েছে।
শনিবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটির মুখ্য সংগঠক আলী মিলনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শোকজ পাওয়া নাহিদ হাসান খন্দকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটির মুখপাত্র।
নোটিসে করা হয়, ২৮ ফেব্রুয়ারি রাত ১১টায় অবৈধ বালু উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়। এ ঘটনায় বৈষমবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটির সংশ্লিষ্টতার প্রশ্ন ওঠে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনও প্রকার অবৈধ কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না।
তাই নাহিদ খন্দকারের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে চেয়ে তার কাছে তিন দিনের মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।
চাঁদা দাবির ভিডিওর পর এবার নাহিদ হাসান খন্দকারের আরও অডিও রেকর্ড ভাইরাল হয়েছে। শনিবার রাতে নাহিদের সঙ্গে নগরীর গ্রিন সিটি ইকোপার্কের প্রকল্প ব্যবস্থাপক বেলাল হোসেনের চারটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।
ফাঁস হওয়া কল রেকর্ডে নাহিদ হাসান খন্দকার পার্কের ব্যবস্থাপক বেলাল হোসেনকে বলেন, “ডিসি আমাকে রাতে ফোন করেছিল, তারা কোনও স্টেপ নেবে কি-না। আমি তাকে বলেছি, আমরা তাদের সঙ্গে (পার্ক মালিক) কথা বলছি। আমরা প্রতিদিন ২০ হাজার টাকা দাবি করছি এবং এক লাখ টাকা চাইছি বলে আপনাদের লোক বিচার দিছে। আমার মনে হয় সবকিছু আটকায় দেওয়া ভুল হয়েছে। রাতেই আমি ব্যবস্থা নিচ্ছি।”
উত্তরে পার্কের ব্যবস্থাপক বেলাল হোসেন বলেন, “তুমি যেটা চাইছো, তোমার জায়গা থেকে। আওয়ামী লীগ চলে গেছে, ভেবেছি জ্বালা গেল। এখন এটা আবার নতুন করে তৈরি হয়েছে। তুমি এক লাখ টাকা চেয়েছ, এটা আমাদের দেওয়া সম্ভব না। আমাদের এক পয়সা ইনকাম নাই।”
এর আগে শনিবার সকালে নাহিদ হাসান খন্দকারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ায়। ওই ভিডিওতে রংপুর নগরের ‘গ্রিন সিটি ইকোপার্কের’ প্রকল্প ব্যবস্থাপক বেলাল হোসেনের সঙ্গে নাহিদ হাসানের কথোপকথন শোনা যায়।
এতে নাহিদ হাসানকে বলতে শোনা যায়, “আপনি তো দেখছেন বিষয়টি কোথায় গেছে। আপনি কথা বলেন, যদি আপনার মনে হয় একটু ইয়া করবেন, একটা সংগঠন করতে গেলে কী করতে হয় আপনি তো জানেন। এ হচ্ছে কথা।
“আমি চাচ্ছি না, আপনার কোনও সমস্যা হোক। যদি আপনাদের দিক থেকে মনে হয় কোনও সমস্যা হচ্ছে, তাহলে আপনি ভাইয়ের (পার্ক কর্তৃপক্ষ) সঙ্গে কথা বলেন। আপনাদের গলায় পাড়া দিয়ে আমি কিছু করতে পারব না।”
পার্ক ব্যবস্থাপক এক লাখ টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে পাঁচ হাজার টাকা দেওয়ার কথা বলেন। এ সময় নাহিদ তাদের আরও সময় নেওয়ার কথা বলেন।
ছাত্র আন্দোলন রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহম্মেদ ইমতি বলেন, “যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া যাচ্ছে সেটি নিয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ তাকেসহ এই প্ল্যাটফর্মকে প্রশ্নবিদ্ধ করার জন্য এমন ঘটনা ঘটিয়েছে।
“ইতোমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পেজে এসব বেশি প্রচার করা হচ্ছে। এসব আমাদের কাছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি বলে মনে হচ্ছে। তবে নাহিদ হাসানের বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে সেটির পরিপ্রেক্ষিতে তাকে শোকজের মাধ্যমে জবাব চাওয়া হয়েছে।”
অভিযোগ প্রমাণিত হলে কমিটির সভার মাধ্যমে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ছাত্র আন্দোলন এই নেতা।