ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের অনিয়মে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভূমিমন্ত্রী।
Published : 15 May 2024, 09:59 PM
ভূমি রেকর্ডের ক্ষেত্রে কেউ নিজের অধিকার বঞ্চিত হলে সরকার বিষয়টি দেখবে বলে আশ্বাস দিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।
তিনি বলেন, “কেন টাকা দিয়ে ভূমি রেকর্ড করব? রেকর্ডে যেটুকু আমার বৈধ সেটুকু তো আমার অধিকার৷ কেউ সে অধিকার বঞ্চিত হলে আমরা দেখব৷ এ কথা আমরা দিচ্ছি৷“
বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে ডিজিটাল ভূমি জরিপ ও ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, “কিন্তু কেউ কেউ বোনকে ফাঁকি দিয়ে নিজের নামে করে নিচ্ছি৷ এটা কিন্তু টিকবে না, বোন চলে আসলে এটা টিকবে না, উল্টো টাকাটা জলে যাবে৷”
ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমের অনিয়মে কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, “সকল পর্যায়ের কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করতে হবে৷ প্রকৃত প্রস্তাবে যদি কোথাও কোনো ত্রুটি ঘটে, সেক্ষেত্রে আমরা কঠিন আইনগত ব্যবস্থা নেব৷”
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় আগামী জুলাই মাস থেকে ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়ে তিনি বলেছেন, “এই সরকার দেশে একটি স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। যাতে নতুন প্রজন্ম এই ব্যবস্থাপনা থেকে উপকৃত হতে পারে।”
‘দেশে বেশিরভাগ মামলা জমি সংক্রান্ত’ উল্লেখ করে মন্ত্রী বলেন, “ডিজিটাল ব্যবস্থাপনার মধ্যে চলে আসলে এই মামলার সংখ্যা কমে আসবে। আদালতে চলমান মামলাগুলোর ব্যাপারে আমরা সমাধান দিতে পারবো না, এটা জরিপেও দিতে পারবো না, এসিল্যান্ডও পারবেন না৷”
প্রান্তিক পর্যায়ে ডিজিটাল কার্যক্রমের তথ্য পৌঁছে দিতে কাজ চলছে জানিয়ে নারায়ণ চন্দ্র চন্দ বলেন, “চতুর্থ শিল্প বিপ্লবে বিশ্বের সঙ্গে তালে তাল মিলিয়ে আমরা এগিয়ে যেতে চাই। এজন্য ডিজিটাল ভূমি জরিপ ও ভূমি ব্যবস্থাপনা একান্ত প্রয়োজন। সেই লক্ষ্যে আমাদের কাজ শুরু হয়েছে। “
ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়নে দক্ষিণ কোরিয়া আর্থিক ও কারিগরি সহযোগিতা দিচ্ছে বলেও জানান মন্ত্রী।
ভূমি মন্ত্রণালয়ের সচিব খলিলুর রহমানের সভাপতিত্বে এই সেমিনারে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।