জব্দ সোনার আনুমানিক দাম ২ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
Published : 25 Dec 2024, 08:51 PM
চুয়াডাঙ্গা রেলস্টেশন থেকে ১৪ সোনার বারসহ তিনজনকে আটক করা হয়েছে; যাদের পাচারকারি বলছে বিজিবি।
বুধবার বিকালে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয় বলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান।
আটকরা হলেন- দামুড়হুদা থানার শ্যামপুর গ্রামের জাকিরুল (২৮) ও রাজিবুল ইসলাম (২৫) এবং একই গ্রামের মুজিবুর রহমানের ছেলে সোলায়মান মিয়া (২২)।
জব্দ সোনার আনুমানিক দাম দুই কোটি টাকা জানিয়ে বিজিবি বলছে, আটকদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, গোপন সংবাদে বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালানো হয়।
সন্দেহজনক চারজনকে আটকের চেষ্টা করে বিজিবি। তবে একজন পালিয়ে যায়।
পরে আটক তিনজনের শরীর তল্লাশি করে পাওয়া যায় ১৪টি সোনার বার। যার ওজন এক কেজি ৬৩০ গ্রাম, মূল্য আনুমানিক দুই কোটি টাকা।