২০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলে গণবিয়ের তারিখও নির্ধারণ করা হয়েছে।
Published : 14 Sep 2024, 08:58 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণবিয়ের আয়োজনের খবর নিয়ে হইচইয়ের মধ্যে একই ধরনের উদ্যোগের কথা জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। তবে পাত্র-পাত্রীর তেমন একটা খোঁজ মিলছে না।
এর মধ্যে ২০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলে গণবিয়ের তারিখও নির্ধারণ করা হয়েছে। তবে বঙ্গবন্ধু হলের তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।
গণবিয়েতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক, অনাবাসিক ও সাবেক শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন- এমন প্রচার চালানো হচ্ছে সামাজিক যোগযোগমাধ্যমে।
শিক্ষা জীবনকে আনন্দঘন ও স্মরণীয় করে রাখার জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে মন্তব্য করেন শিক্ষার্থী মেহরাব হোসেন। তিনি বলেন, “এরই মধ্যে পাত্র-পাত্রীর খোঁজে অনেকে পোস্ট দিয়েছেন। সেখানে শিক্ষার্থীরা জীবন বৃত্তান্ত, গায়ের রং, বয়স ও কোন বর্ষে অধ্যয়ন করছেন তা উল্লেখ করেছেন।”
আয়োজক শিক্ষার্থীরা বলেন, যেসব যুগল ইচ্ছে থাকার পরেও বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারছেন না, তাদের জন্য গণবিয়ের আয়োজন করা হয়েছে। বিয়ের প্রাথমিক ব্যয় হল পরিবার বহন করবে। বিয়ে করতে ইচ্ছুক শেখ হাসিনা ও ফজিলাতুননেছা মুজিব হলের ছাত্রীদের সাড়া দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, “এটা ছাত্রসমাজের জন্য ইতিবাচক উদ্যোগ। তবে এটা নির্ভর করবে কতটা সফলভাবে সম্পন্ন হয়। আশা করি, গণবিয়ের অনুষ্ঠান সফল হবে। ক্যাম্পাস জীবনের ইতিহাসে একটা সুন্দর অধ্যায়ের সূচনা হবে।”
এ ধরনের উদ্যোগ নিয়ে ফেইসবুকে অনেকেই নানা ধরনের মন্তব্য করছেন।
এক ছাত্রী লিখেছেন, “ব্যক্তিগত কেউ না থাকায় সুযোগ লুফে নিতে পারলাম না।”