“এতে ঘটনাস্থলে হৃদয়ের মৃত্যু হয়।”
Published : 17 Feb 2025, 05:31 PM
ফেনীর সদর উপজেলায় লাশবাহী অ্যাম্বুলেন্সের চাপায় পথচারী এক শ্রমিকের প্রাণ গেছে।
সোমবার সকালে উপজেলার মোহাম্মদ আলী এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের ওসি হারুনুর রশিদ জানান।
নিহত মো. হৃদয় লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার বিবিরহাট এলাকার আদর্শ গ্রামের মোসলেহ উদ্দিনের ছেলে।
তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
হৃদয় মোহাম্মদ আলী এলাকায় এসএনবি নাইস ফুড নামে একটি খাবার উৎপাদন কারখানার শ্রমিক।
প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি হারুনুর বলেন, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের পাশ দিয়ে হেঁটে নিজ কর্মস্থলের দিকে যাচ্ছিলেন হৃদয়। এ সময় খালিগাড়ি থেকে আসা দ্রুতগতির লাশবাহী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে হৃদয়ের মৃত্যু হয়।”
ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছেন জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্সটি পুলিশশের হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের পক্রিয়া চলছে।