তিনজনের বিরুদ্ধে দেশে মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
Published : 10 Jan 2025, 11:57 PM
ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছেন দুই নারীসহ ১২ জন। এদের মধ্যে তিনজনের বিরুদ্ধে দেশে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার রাতে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে তাদের ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ হস্তান্তর করেন বলে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. ইব্রাহিম হোসেন জানান।
ফেরত আসারা হলেন- সাতক্ষীরার আশিকুর রহমান (২৫), গাজীপুরের সুমন সরকার (৩০), নরসিংদীর ওমর ফারুক (২৫), চাঁপাইনবাবগঞ্জের মিজান শেখ (২৮), খুলনার রিয়াজুল ইসলাম (২৫), মাদারীপুরের বেলাল মোল্লা (২৮), নড়াইলের রেজিনা খাতুন (২৫), সাগারি ফকির (২৮), বাগেরহাটের রবিউল হাওলাদার (২৫), মোকসেদ হাওলাদার (৩০), সাতক্ষীরার রুবেল গাজী (২৫)।
এদের মধ্যে গাজীপুরের সুমন সরকার, নরসিংদীর ওমর ফারুক ও খুলনার রিয়াজুল ইসলামের নামে দেশে একাধিক মামলা রয়েছে।
ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক বলেন, তারা অবৈধভাবে বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে যান। সে দেশে অবস্থানের সময় পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করে। আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে ভারতের দমদম সেন্ট্রাল কারাগারে পাঠায়।
কারাভোগ শেষে দুই দেশের উচ্চ পর্যায়ে যোগাযোগের মাধ্যমে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরেন।
ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় আনা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।