তাসলিমার শরীরের ৬৩ শতাংশ পুড়ে গিয়েছিল।
Published : 30 Oct 2024, 11:15 AM
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একটি বাড়িতে মশার কয়েল থেকে ঘরে আগুন লেগে দগ্ধ একই পরিবারের ছয়জনের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে৷
এ নিয়ে মৃতের সংখ্যা তিনজনে দাঁড়াল।
মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নয় বছর বয়সী তাসলিমার মৃত্যু হয়।
তাসলিমার শরীরের ৬৩ শতাংশ পুড়ে গিয়েছিল বলে হাসপাতালের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানিয়েছেন৷
এর আগে একইদিন সকালে তাসলিমার দুই ভাই মো. সোহেল (২০) ও ইসমাইল (১১) একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়৷
তারা রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও এলাকার মো. বাবুলের সন্তান৷ সোহেলের শরীরের ৭০ শতাংশ এবং ইসমাইলের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল।
একই ঘটনায় বাবুল (৪২), তার স্ত্রী সেলিনা বেগম (৩৮) ও সোহেলের স্ত্রী মুন্নী (১৮) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন৷
এর আগে শুক্রবার রাত ১১টার দিকে ডহরগাঁও এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মিজানুর রহমান।
তিনি বলেন, “শ্রমিক পরিবারটি একটি টিনসেড বাড়িতে থাকতেন। রাতে ঘরে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন তারা। সেই কয়েল থেকে বিছানায় আগুন লাগে। সবাই ঘুমিয়ে থাকায় আগুন ঘরে ছড়িয়ে পড়ে। তখন ঘরে থাকা ছয়জন দগ্ধ হন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঢাকায় পাঠায়।”