আটকদের মধ্যে একজন দালাল এবং বাকিরা হিন্দু ধর্মাবলম্বী বলে বিজ্ঞপ্তি দিয়ে বলেছে বিজিবি।
Published : 05 Oct 2024, 12:17 AM
ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে একই পরিবারের চারজনসহ নয়জনকে আটক করার কথা জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। তাদেরকে সীমান্ত পার করে দিতে যাওয়া এক দালালও ধরা পড়েছেন।
শুক্রবার রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানিয়ে বলছে বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার দুপুরে তাদের আটক করা হয়। এই ৯ জনের সবাই হিন্দু ধর্মাবলম্বী বলেও জানানো হয়েছে এতে।
তবে তারা কেন ভারতে চলে যাচ্ছিল সে ব্যাপারে বিজ্ঞপ্তিতে কোনো কিছু জানায়নি বিজিবি। তথ্য আছে যে, এই ৯ জনের মধ্যে নারী ও শিশু রয়েছে তিনজন।
লালমনিরহাটের পাটগ্রাম ও নীলফামারীর ডিমলা সীমান্তে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারের কথা জানিয়ে বিজিবি বলছে, শুক্রবার দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গুরপোতা-দহগ্রাম সীমান্তের গোল্পেরটারী নামক স্থান থেকে ‘দালাল’ বেলাল হোসেন এবং সিরাজগঞ্জ সদরের একটি পরিবারের ৩ ও ১২ বছর বয়সী দুটি মেয়ে শিশু ও তাদের বাবা-মা এবং অপর একজন নারীকে আটক করা হয়।
বৃহস্পতিবার রাতে নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্তবর্তী নামাজী পাড়া এলাকা থেকে আটক হন দিনাজপুরের খানসামা উপজেলার চারজন।
বিজ্ঞপ্তিতে বলা হয় ১০জনকে স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে।