২০১৬ সালের ১৫ মার্চ মাদক বিক্রির সময় ওই নারীকে গ্রেপ্তার করে পুলিশ।
Published : 20 May 2024, 08:53 PM
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় মাদক মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহমুদুল হাসান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) এস আকবর খান জানান।
দণ্ড পাওয়া তাসলিমা (৩৬) উপজেলার গোড়াই মঈন নগর এলাকার রাজু আহাম্মেদের স্ত্রী।
মামলার বরাতে পিপি আকবর খান জানান, ২০১৬ সালের ১৫ মার্চ মির্জাপুর ক্যাডেট কলেজের পাশের এলাকায় মাদক বিক্রির সময় তাসলিমাকে গ্রেপ্তার করে পুলিশ। সেই সময় তার শরীর তল্লাশি করে ৫৩ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।
পরে ২০১৭ সালের ২৩ মে মির্জাপুর থানার তৎকালীন এসআই মো. আলাউদ্দিন তাসলিমাকে আসামি করে আদালতে অভিযোপত্র দাখিল করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী আকবর খান।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও তিন মাস কারাবাসে থাকতে হবে বলে জানান পিপি।