একদিন আগে অপু ভাড়ায়চালিত ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন বলে জানান স্বজনরা।
Published : 02 Nov 2024, 04:15 PM
নরসিংদীর পলাশ উপজেলায় এক ইজিবাইক চালকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া খুঁজে পাওয়া যায়নি তার ইজিবাইকটি।
শনিবার দুপুরে উপজেলার গজারীয়া ইউনিয়নের নোয়াকান্দা-বক্তারপুর এলাকার একটি কলা ক্ষেতের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান পশাল থানার ওসি মো. শহিদুল ইসলাম।
নিহত ইউনুস মিয়া অপু (১৭) শিবপুর উপজেলার পুটিয়া কামারগাঁও এলাকার নয়ন মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকালে অপু ভাড়ায়চালিত ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি।
শনিবার সকালে পলাশ উপজেলার একটি কলা ক্ষেতের পাশে স্থানীয়রা গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
খবর পেয়ে অপুর স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ শনাক্ত করেন বলে জানান ওসি শহিদুল ইসলাম।
তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশে চালককে হত্যা করা হয়েছে। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার চেষ্টার পাশাপাশি এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।