তাকে মাছ বিক্রির ট্রে দিয়ে বুকে আঘাত করা হয়।
Published : 25 Oct 2024, 05:55 PM
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বৈদ্যুতিক সংযোগ নিয়ে বিরোধের জেরে এক মাছ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
এ ঘটনার প্রতিবাদে শুক্রবার দুপুরে বিক্ষুদ্ধ লোকজন গাইবান্ধা-সাঘাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বোনারপাড়া বাজারের একটি মাছের আড়তে এ ঘটনা ঘটে বলে সাঘাটা থানার ওসি (তদন্ত) সোহেল রানা জানান।
নিহত শ্রীধাম বোনারপাড়া ইউনিয়নের ছাটকালপানি মাঝিপাড়া গ্রামের মোসারু বর্মনের ছেলে।
ওসি সোহেল বলেন, “বোনারপাড়া হাটের সাবেক ইজারাদার মিলন মিয়া ও রফিকুল ইসলাম তেলিয়ান মৌজায় ছাটকালপানি মাঝিপাড়ার ইজারা নেওয়ার বিলে মাছ চাষের জন্য মাঝিপাড়া মন্দির থেকে বিদুতের লাইন নেন। এই লাইন নেওয়ার পরে গত কয়েক মাসে ২৪ হাজার টাকার বিদ্যুৎ বিল বকেয়া পড়ে। এ কারণে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পল্লীবিদ্যুৎ সমিতি ।
“পরে মন্দির কমিটির উদ্যোগে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে সংযোগ পুনঃস্থাপন করা হয়। এরপরপর মিলন ও তার সহযোগীরা মন্দিরের বৈদ্যুতিক মিটার থেকে তাদের মাছ চাষ প্রকল্পের জন্য সংযোগ নিতে চাইলে মন্দির কমিটির সদস্য ও মাছ ব্যবসায়ী শ্রীধাম তাদের বাধা দেন।”
এর জেরে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মিলন ও রফিকুল তাদের ৪-৫ জন সহযোগীকে সঙ্গে নিয়ে শ্রীধামকে মারধর এবং মাছ বিক্রির ট্রে দিয়ে বুকে আঘাত করে। এতে গুরুতর আহত শ্রীধাম সাঘাটা হাসপাতালে নেওয়ার পথে রাতেই মারা যান বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
ওসি সোহেল রানা বলেন, ঘটনাটি তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।