তার নাতি জীবিত উদ্ধার হয়েছে।
Published : 13 Jan 2025, 01:31 PM
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বসতবাড়িতে ঢুকে পড়ার পর সেখান থেকে এক নারীর লাশ উদ্ধার হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে তার নাতি।
সোমবার ভোরে উপজেলার পাটিকাপাড়া বটতলা এলাকায় বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পাটিকাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল আলম সাদাত জানিয়েছেন।
নিহত নুরী বেগম (৪০) ওই এলাকার শহীদুল ইসলামের স্ত্রী।
এ ঘটনায় আহত নুরীর ৩ বছর বয়সী নাতি আব্দুল্লাহকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে হাতীবান্ধা ফায়ার স্টেশনের ইনচার্জ ইমরান হোসেন বলেন, একটি সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নুরী বেগমের ঘরে ঢুকে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন উদ্ধার কাজ শুরু করে। এক পর্যায়ে জীবিত অবস্থায় শিশু আব্দুল্লাহকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে নুরী বেগম উদ্ধার হয় মৃত অবস্থায়। এ সময় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
হাতীবান্ধা হাইওয়ে থানার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, “বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি আমাদের জিম্মায় রয়েছে।”