গত ১০ জানুয়ারি মুন্সীগঞ্জের ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনায় তেলবাহী জাহাজের কর্মচারীদের জিম্মি করে ৩৫০ টন ফার্নেস অয়েল লুট করা হয়।
Published : 18 Jan 2025, 12:55 PM
মুন্সীগঞ্জের একটি তেলবাহি জাহাজ থেকে লুট হওয়া ফার্নেস অয়েল সাতদিন পর সিরাজগঞ্জের চৌহালী থেকে উদ্ধার করেছে নৌ পুলিশ। উদ্ধার হওয়া ফার্নেস অয়েলের মূল্য প্রায় তিন কোটি টাকা।
এ সময় গ্রেপ্তার করা হয় পাঁচ জনকে। জব্দ করা হয় ফার্নেস অয়েল পরিবহনের কাজে ব্যবহৃত বাল্কহেডটি।
শুক্রবার বিকালে চৌহালী উপজেলার যমুনা নদীর চরসলিমাবাদ এলাকার ভূতের মোড় নৌ ঘাটে অভিযান চালিয়ে এ ফার্নেস অয়েল উদ্ধার করা হয় বলে জানিয়েছেন চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ওসি আরিফ হোসেন।
গ্রেপ্তাররা হলেন, বরগুনার সড়ক গাছিয়া গ্রামের হানিফের ছেলে সুমন সেখ (২৩), খাগবুনিয়া গ্রামের চাঁন খানের ছেলে রিয়াজ খান (২২), লাকুরতলা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ ফেরদৌস (২২), নারায়ণগঞ্জের চর ধলেশ্বরী গ্রামের আব্দুল ব্যাপারীর ছেলে ইসলাম ব্যাপারী (৩৯) ও একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আমজাদ হোসেন তপু (২৬)।
চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ওসি আরিফ হোসেন জানান, গত ১০ জানুয়ারি মুন্সীগঞ্জের ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনায় ওটি বিন জামান-১ নামের তেলবাহী জাহাজের ছয় কর্মচারীকে জিম্মি করে ৩৫০ টন ফার্নেস অয়েল লুট করে বালুবাহী বাল্কহেডে ভর্তি করে নিয়ে যায় ডাকাত দল।
ফার্নেস অয়েল বোঝাই জাহাজটি টঙ্গীর কড্ডা এলাকার সামিট পাওয়ার প্লান্টে যাচ্ছিল। এ ঘটনায় ১১ জানুয়ারি জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান কিং ফিশার শিপিং লাইন্সের ম্যানেজার (অপারেশন) ফজলে খোদা বাদী হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করেন। নৌ পুলিশ মামলাটির তদন্ত করছে। নদীতে নৌ পুলিশের অভিযান চলছিল।
এ বিষয়ে টাঙ্গাইল অঞ্চলের নৌ পুলিশ সুপার সোহেল রানা জানান, অবশেষে ৭দিন পর যমুনা নদীর চৌহালী এলাকা থেকে লুট হওয়া ফার্নেস অয়েলসহ একটি বাল্কহেড জব্দ ও পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। ওই বাল্কহেডটি দুইদিন আগ থেকে ভূতের মোড় নৌ ঘাটে অবস্থান করছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
নারায়ণগঞ্জ নৌ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) আলমগীর হোসেনের নেতৃত্বে ওই অভিযানে টাঙ্গাইল নৌ পুলিশ সুপার সোহেল রানা, চৌহালী নৌ পুলিশ ফাড়ির ওসি আরিফ হোসেন ও মুন্সীগঞ্জ থানার এসআই ইমরান হাসান অংশ নেন।
এ বিষয়ে পরবর্তি পদক্ষেপ গ্রহণের জন্য গ্রেপ্তারদের নৌ পুলিশের ঢাকার প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
আগের সংবাদ
সামিটের 'সাড়ে ৩ কোটি টাকার' ফার্নেস অয়েল লুটের ঘটনায় মামলা