১২ ঘণ্টায় মোট তিন লাখ ৮২ হাজার ৬৬০ টাকা টোল আদায় করেছেন তারা।
Published : 25 Aug 2024, 11:22 AM
বন্যার্তদের সহায়তার জন্য বরিশালের দপদপিয়া সেতু দিয়ে চলাচল করা যানবাহন থেকে টোল আদায় করেছে শিক্ষার্থীরা।
শনিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় চার লাখ টাকা টোল আদায় করা হয় বলে জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম।
তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১২ ঘণ্টার জন্য দপদপিয়া সেতু থেকে টোল আদায়ের দায়িত্ব নেয়। এ সময়ে তারা মোট তিন লাখ ৮২ হাজার ৬৬০ টাকা টোল আদায় করেছেন। এ টাকা দিয়ে বন্যার্তদের জন্য শুকনো খাবার, ঔষধ, মোমবাতি প্রয়োজনীয় পন্য কেনা হবে।”
পরে রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের একটি দল শুকনো খাবার নিয়ে ফেনীর পথে রওয়ানা হয়েছেন বলে জানিয়েছেন রবিউল।
নৌকা ও অন্য ত্রাণ সামগ্রী নিয়ে আরেকটি দল যাওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
কীর্তনখোলা নদীর উপর নির্মিত এই আব্দুর রব সেরনিয়াবাত সেতু বা দপদপিয়া সেতুর টোল আদায়কারী ইজারাদার হলো মেসার্স এম খান লিমিটেড।
প্রতিষ্ঠানটির টোল সুপারভাইজার মো. আবুল হোসেন খান সুমন বলেন, “ইজারাদার মাহফুজুর রহমান খান মানবিক কারণে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীদের টোলের টাকা দিয়েছেন। টোল আদায়ে শিক্ষার্থীদের কর্মচারীরাও সহায়তা করেছে।”