“শীতলক্ষ্যার পাড়ে অবৈধ স্থাপনার ফলে প্রায় ১০ একর জমি ভরাট হয়ে গেছে।”
Published : 26 Jan 2025, 05:03 PM
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে শীতলক্ষ্যার তীরে গড়ে ওঠা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ।
রোববার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঘোড়াশাল বাজার থেকে সাদ্দাম মার্কেট পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলে।
বিআইডব্লিউটিএ-এর পরিচালক একেএম আরিফ উদ্দিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
আরিফ উদ্দিন বলেন, “শীতলক্ষ্যার পাড়ে অবৈধ স্থাপনার ফলে প্রায় ১০ একর জমি ভরাট হয়ে গেছে। যা পুনরুদ্ধারে দিনব্যাপী অভিযান চালানো হয়।
“প্রথমদিনে ঘোড়াশাল বাজার থেকে চরঘোড়াশাল শ্মশান ঘাট পর্যন্ত দশ একর এলাকা জুড়ে নদী পাড়ে গড়ে ওঠা তিন শতাধিক পাকা ঘর, টিনশেড দোকান, বাজারসহ সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।”
উচ্ছেদ অভিযান শেষে বেড়া নির্মাণ ও সৌন্দর্য বর্ধনের জন্য গাছ লাগানো হবে বলে জানান বিআইডব্লিউটিএর পরিচালক।
স্থানীয়রা বলছেন, কয়েক বছর ধরেই ঘোড়াশাল স্টেশন এলাকার নদীর তীর ঘেঁষে অবৈধ দোকানপাট ও স্থাপনা তৈরি করেন প্রভাবশালীরা।
তবে এই প্রভাবশালী কারা, সে ব্যাপারে কোনো তথ্য তারা দিতে পারেনি।
আরিফ বলেন, সাত দিন আগে এসব স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হলেও সরিয়ে না নেওয়ায় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। নদীর পাড়ের জায়গা রক্ষায় উচ্ছেদ অভিযান নিয়মিত চলবে।