মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক শিশুটি ধর্ষণের শিকার হয়েছে বলে জানান।
Published : 24 Aug 2023, 05:03 PM
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় চার বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর পেয়ে তার ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার বড়বলদিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মুজিবনগর থানার এসআই আশরাফ উদ্দিন।
গ্রেপ্তার ৪৫ বছরের তাসলিম উদ্দীন মুজিবনগর উপজেলার বাসিন্দা।
শিশুটির মা জানান, মঙ্গলবার দুপুরে কোন এক সময় প্রতিবেশী চাচা সম্পর্কে তাসলিম উদ্দীন তার মেয়েকে মাঠের মধ্যে একটি ঘরে নিয়ে যায়। পরে মেয়েটি বাড়িতে এসে কান্নাকাটি করে বিষয়টি তাকে জানায়।
সঙ্গে সঙ্গে মেয়েকে নিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক আমেনা খাতুন জানান- শিশুটি ধর্ষণের শিকার হয়েছে।
এই ঘটনায় ওই দিনই শিশুটির মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগ এনে তাসলিম উদ্দীনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
এসআই আশরাফ জানান, ঘটনার পরপরই গা-ঢাকা দেন তাসলিম উদ্দীন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় তার গতিবিধি ও অবস্থান নিশ্চিত হয়ে পুলিশের একটি টিম চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার বড়বলদিয়া বাজারে অভিযান চালায়। পরে আড্ডারত অবস্থায় সেখান থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে মুজিবনগর থানার ওসি মেহেদী রাসেল বলেন, শিশুটিকে ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ আসামিকে গ্রেপ্তার করতে অভিযানে নামে।
এদিকে তাসলিম উদ্দীনকে গ্রেপ্তারের খবর পেয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী মুজিবনগর থানা গেটের সামনে জড়ো হয়ে তার ফাঁসির দাবিতে বিক্ষোভ শুরু করে।
এই সময় বিক্ষোভকারী জহুর হোসেন বলেন, “৪৫ বছরের যে মানুষটির কাছে চার বছরের নিষ্পাপ শিশু নিরাপদ নয়, তার কাছে মুজিবনগরের মানসম্মান এবং পরিবার-সমাজ কোনোটাই নিরাপদ নয়। তাই আমরা এমন নিকৃষ্ট ব্যক্তিটির ফাঁসির দাবিতে স্বেচ্ছায় থানা গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করছি।”
পরে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা শান্ত হয়ে অবস্থান ত্যাগ করে বলে জানান ওসি।