বুধবার দুপুরে সিরাজগঞ্জ শহরের হোসেনপুরের নিজ বাসায় জেলা বিএনপি আয়োজিত এক সভায় তিনি একথা বলেন।
Published : 04 Jan 2023, 06:06 PM
বিএনপি এখন গণতন্ত্র উদ্ধারের আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদু টুকু।
তিনি বলেন, “২০০৮ সাল থেকে দেশে গণতন্ত্র নেই। সেই গণতন্ত্র উদ্ধারের জন্যই বিএনপি আন্দোলনে নেমেছে। আর এই আন্দোলনে জনগণ সাড়া দেওয়ায় আওয়ামী লীগ ক্ষমতা হারানোর ভয়ে এখন হতাশ।”
বুধবার দুপুরে সিরাজগঞ্জ শহরের হোসেনপুরের নিজ বাসায় জেলা বিএনপি আয়োজিত বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা এবং রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বিষয়ে ব্যাখ্যা ও বিশ্লেষণধর্মী আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
সরকারের সমালোচনা করে বিএনপি নেতা বলেন, বিএনপি কেন সরকার পতনের ১০ দফা দাবি এবং রাষ্ট্র কাঠামোর মেরামতের জন্য ২৭ দফা রূপরেখা দিয়েছে সেগুলো তৃণমূল নেতাদের মাধ্যমে জনগণের কাছে পৌঁছানোর জন্যই সারাদেশে বিশ্লেষনধর্মী সভা হচ্ছে। বিএনপি জনগণকে গণতন্ত্র উদ্ধারের আন্দোলনে সক্রিয় করবে।
“২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন দেখে জনগণ বুঝে গেছে এই সরকারের অধীনে কোনো নিরপেক্ষ নির্বাচন হবে না। তাই জনগণকে সম্পৃক্ত করেই আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি।”
সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিভিন্ন ইউনিটের ৮৬ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।