র্যাব জানায়, জব্দ করা প্রায় ১২ টন পলিথিনের বাজার মূল্য আনুমানিক ২০ লাখ টাকা।
Published : 07 Jan 2025, 11:46 PM
পিরোজপুরে মঠবাড়িয়া উপজেলায় অভিযান চালিয়ে ১২ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে; এ সময় দুই ব্যবসায়ীকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর ও র্যাব-৮ মঙ্গলবার সকাল ১১টা থেকে মঠবাড়িয়া পৌর শহরে অভিযান চালিয়ে এই পলিথিন জব্দ করে। পরে পলিথিন মজুদ ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয় বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাইসুল ইসলাম জানান।
জরিমানাপ্রাপ্ত দুই ব্যবসায়ী হলেন- হাসান (২৫) ও মহসিন (৪৫)। তাদের প্রত্যেককে দেড় লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
অভিযানের সময় উপস্থিত ছিলেন র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মেজর সোহেল এবং পিরোজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী।
নিখিল চন্দ্র ঢালী বলেন, ব্যবসায়ীদের জরিমানার পাশাপশি সতর্কও করা হয়েছে। তারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছে।
বরিশাল র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মেজর সোহেল বলেন, জব্দ করা প্রায় ১২ টন পলিথিনের বাজার মূল্য আনুমানিক ২০ লাখ টাকা।