মাহিন নামে একজনকে ‘আশঙ্কাজনক’ অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে, বলেন এসআই রিপন।
Published : 31 Mar 2025, 11:22 PM
ঈদের দিন কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত ও একজন আহত হয়েছেন।
সোমবার বেলা ৩টার দিকে কুলিয়ারচর উপজেলার আগরপুর-পোড়াদিয়া সড়কের লক্ষ্মীপুর মধ্যাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুলিয়ারচর থানার এসআই রিপন কুমার দাস।
মৃত দুজন হলেন- সে উপজেলার গোবরিয়া নামাকান্দা গ্রামের নোহাজ উদ্দিনের ছেলে শামীম মিয়া (২৫) ও লক্ষ্মীপুর কাছারীপাড়া গ্রামের তারা মিয়ার ছেলে আল আমিন (২৭)। দুজন পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।
এছাড়া মহিন নামে ১৭ বছরের এক তরুণ গুরুতর আহত হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী এসআই রিপন কুমার দাস সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক শামীম মিয়া মারা যান।
তিনি বলেন, আরোহী আল আমিনকে গুরুতর আহত অবস্থায় বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। অপর মোটরসাইকেলের চালক মহিনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।