পাঁচ নম্বর ঘাট দিয়ে একটি ট্রাক ফেরিতে ওঠার সময় বিকল হয়; সেটি উদ্ধারে গিয়ে রেকার উল্টে যায় বলে জানায় বিআইডব্লিউটিসি।
Published : 13 Jun 2024, 07:24 PM
মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটের পন্টুনে বিকল হওয়া ট্রাক সরাতে গিয়ে রেকার উল্টে ঘাট বন্ধের আট ঘণ্টা পর পারাপার শুরু হয়েছে।
বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটলেও দুপুরের মধ্যে এ ঘাট দিয়ে চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসির) আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ।
তিনি জানান, ঈদ উপলক্ষে সকাল থেকে ঘাটে ঘরমুখো মানুষের চাপ বাড়তে থাকে। এর মধ্যে ভোরে ৫ নম্বর ফেরিঘাটের পন্টুনে একটি ট্রাক বিকল হয়। পরে সেটি উদ্ধারে গিয়ে উল্টে যাওয়া রেকার সরাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।
উদ্ধার শেষে আট ঘণ্টা পর এ ঘাট দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার স্বাভাবিক হয় বলে জানান খালেদ নেওয়াজ।
ঘাটের দোকানদার ও স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে পাটুরিয়ার ৫ নম্বর ঘাট হয়ে একটি ট্রাক ফেরিতে ওঠার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। খবর পেয়ে বিআইডব্লিউটিসির একটি রেকার দিয়ে বিকল ট্রাকটি সরাতে গেলে সেটি পন্টুনে উল্টে যায়।
এরপর থেকে এ ঘাট দিয়ে পারাপার বন্ধ হয়ে যায়; তবে ৩ নম্বর ও ৪ নম্বর ঘাট দিয়ে যানবাহন পারাপার চালু ছিল। দুপুর দেড়টার পর রেকার ও ট্রাকটি সরিয়ে নেওয়া হলে চলাচল স্বাভাবিক হয়।
বিকল হওয়া ট্রাকের চালক মোখলেছ মিয়া বলেন, ফেরিতে ওঠার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ট্রাকটি বিকল হয়ে যায়। পরে ট্রাকটি উদ্ধারের সময় একটি রেকার উল্টে যায়।