“কিশোর ও যুবকেরা গুদামের ছাদ ভেঙে রড ও গুদামের মালামাল লুট করতে এসেছিল।”
Published : 27 Oct 2024, 10:04 PM
গাজীপুরের টঙ্গীতে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড-বিটিসিএলের পরিত্যক্ত গুদামের ছাদ ধসে এক যুবককের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও দুজন ।
শনিবার রাত ১২টার দিকে টঙ্গীর মরকুন টিঅ্যান্ডটি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে বলে টঙ্গী পূর্ব থানার ওসি কায়সার আহমদ জানান।
নিহত ২২ বছর বয়সী আমিন নরসিংদী জেলা সদর থানার নবীপুর গ্রামের রুস্তম আলীর ছেলে। তিনি টঙ্গীর টিঅ্যান্ডটি এলাকায় থাকতেন।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “টিঅ্যান্ডটি কলোনির পাশেই বিটিসিএলের একটি গুদাম রয়েছে। ঘটনার সময় গুদামের পাশে কয়েকজন ব্যক্তিকে দেখা যায়। হঠাৎ করে গুদামের একতলা ভবনের ছাদ ধসে পড়লে নিচে চাপা পড়ে আমিন নিহত হয়।
“খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।”
ধসে পড়া গুদামের দায়িত্বে থাকা আবুল কালাম বলেন, “ধসে যাওয়া একতলা ভবনটি পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ। ওই গুদামে থাকা মালামাল দুর্বৃত্তরা বিভিন্ন সময় লুট করে নিয়ে যায়। শনিবার মধ্য রাতে ওই গুদামের আশপাশে কয়েকজন কিশোর ও যুবককে ঘোরাফেরা করতে দেখা গেছে। তারা ছিঁচকে চোর ও মাদকসেবী।”
তিনি বলেন, “ওইসব কিশোর ও যুবকেরা গুদামের ছাদ ভেঙে রড ও গুদামের মালামাল লুট করতে এসেছিল। ছাদ ধসে পড়লে চাপা পড়ে তাদের মধ্যে একজন নিহত ও দুইজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।”
টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবু মোহাম্মদ সাজিদুল কবির জোয়ারদার বলেন, বিটিসিএল ভবনের ছাদ ধসে পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে এক যুবকের লাশ উদ্ধার করে।