ট্রাকের মালিক এ ঘটনায় থানায় মামলা করেন বলে পুলিশ জানায়।
Published : 28 Mar 2025, 08:08 PM
বগুড়ার শেরপুর থেকে ৩৯৮ বস্তা আটাসহ লুট হওয়া একটি ট্রাক ঝিনাইদহ থেকে উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় ট্রাকটির চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।
শুক্রবার ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মোবারকগঞ্জ সুগার মিলের সামনে থেকে মালসহ ট্রাকটি উদ্ধার করা হয় বলে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান।
আটকরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার গড়েরবাড়ি গ্রামের ট্রাকচালক বেলাল হোসেন (৪০) ও তার সহকারী টোলারগেট এলাকার মোস্তফা (৩৮)।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ট্রাকসহ লুট হওয়া আটা উদ্ধার করা হয়।
তিনি বলেন, সোমবার দুপুরে শেরপুর উপজেলার দড়িমুকন্দ বাজার থেকে আট বোঝাই ট্রাক নিয়ে পালিয়ে যান চালক বেলাল হোসেন।
এ ঘটনায় শেরপুর উপজেলার গড়েরবাড়ি এলাকার ট্রাক মালিক কাওছার আহমেদ বুধবার থানায় মামলা করেন।
সুমন রঞ্জন আরো বলেন, শেরপুরের দড়িমুকন্দ বাজার থেকে শামীম শেখ নামে এক ব্যক্তির ৬ লাখ ৩৬ হাজার ৮০০ টাকা মূল্যের ৩৯৮ বস্তা আটা ওই ট্রাকে তোলা হয়। আটার বস্তা নন্দীগ্রামের কোয়ালিটি ফিডস মিলে সরবরাহের কথা ছিল। কিন্তু চালক ও সহকারী সেটি নিয়ে পালিয়ে যান। অভিযান চালিয়ে ঝিনাইদহ থেকে লুট হওয়া আটাসহ উদ্ধার করা হয় ট্রাকটি।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।