ঘন কুয়াশায় নৌপথ দৃষ্টি সীমার বাইরে চলে যায়।
Published : 17 Jan 2025, 09:42 AM
ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার ভোর সাড়ে ৩টা থেকে আরিচা-কাজিরহাট রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে জানান বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কাযার্লয়ের ডিজিএম নাসির মোহাম্মদ চৌধুরী।
অন্যদিকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল ভোর সাড়ে ৫টা থেকে বন্ধ রয়েছে বলে বিআইডব্লিউটিসির পাটুরিয়া কাযার্লয়ের এজিএম আব্দুস সালাম জানিয়েছেন।
নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, “বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত তেমন কুয়াশা ছিল না। শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় নৌপথ দৃষ্টি সীমার বাইরে চলে যায়। এ সময় ফেরি চালানো খুবই ঝুঁঝিপূ্র্ণ হয়ে পড়ে। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়।”
তিনি বলেন, “কাজিরহাট থেকে আসার পথে যমুনা নদীর মাঝে ফেরি খানজাহনা আলী নোঙর করে রাখা রয়েছে। এছাড়া আরিচা ঘাটে ফেরি হামিদুর রহমান ও চিত্রা যাত্রী ও গাড়ি লোড করে রাখা হয়েছে। আর আরিচা ঘাটে ফেরি কিষাণীর মেরামত কাজ চলছে।”
এজিএম আব্দুস সালাম জানান, ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া থেকে আসার পথে ফেরি কেরামত আলী ও বনলতা এবং পাটুরিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে ফেরি ঢাকা ও এনায়েতপুরী নামের ফেরি যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ নদীতে নোঙর করে রয়েছে।
কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু হবে বলে তিনি জানান।