এই ছাড় ৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত থাকবে।
Published : 07 Nov 2024, 04:52 PM
দীর্ঘ একমাস বন্ধ থাকার পর বান্দরবান সদর, আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার দর্শণীয় স্পটগুলো ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে স্থানীয় প্রশাসন।
ক্ষতি পুষিয়ে নিতে পর্যটকদের জন্য আবাসিক হোটেলে রুম ভাড়া ৩৫ শতাংশসহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন খাতে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে বান্দরবান পর্যটন ব্যবসায়ী সমন্বয় পরিষদ।
বৃহস্পতিবার সকালে শহরে গ্রান্ডভ্যালী হোটেল সভাকক্ষে এক সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তারা।
সংবাদ সম্মেলনে বান্দরবান হোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, “দীর্ঘদিন পর পর্যটন খুলে দেওয়ায় পর্যটকদের জন্য আবাসিক হোটেলে ৩৫ শতাংশ, রিসোর্টে ২৫ শতাংশ, রেষ্টুরেন্টে ১০ শতাংশ এবং রিজার্ভ ট্যুরিস্ট পরিবহনগুলোতে ২০ শতাংশ ছাড় ঘোষণা করা হয়েছে।
“এই ছাড় ৭ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত থাকবে। বান্দরবানে আসা পর্যটকরা নীলগিরি, চিম্বুক, শৈল প্রপাত, নীলাচল, প্রান্তিক লেকসহ লামা, আলীকদমের দর্শনীয় স্থানগুলো স্বাচ্ছন্দে নিরাপদে ভ্রমণ করতে পারবেন।”
তাছাড়া রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলার পর্যটনকেন্দ্রগুলোও পর্যটকদের জন্য দ্রুত উন্মুক্ত করে দেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন জসিম উদ্দিন।
সংবাদ সম্মেলনে বান্দরবান ব্যাবসায়ী সমন্বয় পরিষদের আহ্বায়ক সিরাজুল ইসলাম, উপদেষ্টা মফিজুল ইসলাম মামুন, জীপ-মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাছিরুল আলম, বান্দরবান হোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন শাহরিয়ার উপস্থিত ছিলেন।
নিরাপত্তার কারণ দেখিয়ে ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় ভ্রমণে নিরুৎসাহিত করে স্থানীয় প্রশাসন। এ বিধিনিষেধ ৬ নভেম্বর পর্যন্ত বলবৎ ছিল।