পালিয়ে যাওয়ার সময় একটি গ্রাম থেকে স্থানীয়রা পিকআপ ভ্যান চালককে আটক করে।
Published : 16 Jun 2024, 11:12 PM
কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপ ভ্যানে থাকা পানের ঝুড়ি থেকে ৫৪ হাজার ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপ চালককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার দুপুরে চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা বলেন, “ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার ঘোলপাশা যুগিরখিলে চেকপোস্ট বসানো হয়। তখন পুলিশ দেখে পিকআপ ভ্যানের চালক, তার সহকারী ও ভ্যানে থাকা তিনজন লোক ভ্যান থেকে নেমে পালিয়ে যান।
পরে ভ্যানটি তল্লাশি করে এর মধ্যে থাকা পান ভরতি ঝুড়ির ভেতর থেকে ৫৪ হাজার ইয়াবা জব্দ করা হয়।
এদিকে, পালিয়ে যাওয়ার সময় পিকআপ চালক মো. ইয়াসিনকে (২৭) উপজেলার যুগিরখিল গ্রাম থেকে স্থানীয়রা আটক করেন।
চোর সন্দেহে তাকে মারধর করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি আরো বলেন, “এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে।”