ফরিদপুরে আসমার বাড়িতে গিয়ে দেখা করে তার হাতে ঘর নির্মাণের সহযোগিতার অর্থ তুলে দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
Published : 04 Nov 2024, 09:48 PM
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় এক বিধবার ঘর ভেঙে দিয়েছিলেন বিএনপির এক ‘কর্মী’, জানতে পেরে সেই ঘর নির্মাণের দায়িত্ব নিয়েছে দলটি।
উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজারে আসমার বাড়িতে গিয়ে দেখা করে তার হাতে ঘর নির্মাণের সহযোগিতার অর্থ তুলে দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়িয়েছে দল। এ সময় বিএনপির ওই কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
বিএনপি নেতা বলেন, “অপরাধী কোন দলের সেটি বিবেচ্য বিষয় নয়। সে যে দলেরই হোক, যে রংয়েরই হোক, যদি সে বিএনপিও করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে দলীয় ও আইনি পদক্ষেপ নেওয়া হবে।
“যারা অপরাধ করে তারা বিএনপি নেতাকর্মী হলেও ছাড় পাবে না।”
এ সময় রুহুল কবির রিজভীর সঙ্গে ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্যসচিব মো. মোকছেদুল মোমিন মিথুন, স্বেচ্ছাসেবক দলনেতা আরিফুজ্জামান তুষার।
বিষয়টি নিয়ে জানতে চাইলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল বলেন, যে লোক ওই বিধাবার ঘর ভেঙেছে সে আগে আওয়ামী লীগের লোকজনের সঙ্গে ঘুরত। শেখ হাসিনার পতনের পর বিএনপির নেতাদের সঙ্গে ঘুরাফেরা করেন।
“বিধবার ঘর ভেঙে দেওয়ার বিষয়টি সংবাদমাধ্যমে এসেছে। বিষয়টি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এসেছে। তাই রুহুল কবির রিজভী গোপনে বিষয়টি তদন্ত করে ওই বিধবা নারীর সঙ্গে দেখা করেছেন। এবং তাকে ঘর নির্মাণের জন্য সহায়তা দিয়েছেন।”