প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, “আপনাক আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি। কিন্তু ছয় মাসেও আপনি কিছু করতে পারেননি।”
Published : 23 Feb 2025, 06:15 PM
চলতি বছরই নির্বাচন হবে, তার জন্য দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেছেন, “বিএনপি নিয়ে টানাটানি করবেন না। বিএনপি চ্যালেঞ্জ নেওয়ার দল। গণতন্ত্রের জন্য যত রক্ত লাগে সব দিবে বিএনপি। গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া বিএনপি পিছু হাঁটবে না।
“যে দলের নেতা বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম সে দলকে কিভাব রুখবে।? আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। এই বছরই নির্বাচন হবে, এই বছরেই নির্বাচন জয় লাভ করবে বিএনপির ধানের শীষ।”
রোববার বেলা ৩টার দিকে ঠাকুরগাঁও শহরের পাবলিক লাইব্রেরি মাঠে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন
শামসুজ্জামান দুদু।
কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় রাখা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনের রাডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিস্টদের ষড়যন্ত্র মোকাবিলায় এই সমাবেশের আয়োজন করা হয়।
শামসুজ্জামান দুদু বলেন, “বিএনপি ১৭ বছর ধরে নির্বাচনের কথা বলছে, এটা নতুন কিছু নয়। কিন্তু আজকে যারা ক্ষমতায় আছে তারা বলছেন, এতো তাড়াতাড়ি কেন। আমি প্রশ্ন করতে চাই আপনাদের কাজটা কি?
“ছয় মাস হয়ে গেল নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলোর দাম কমাতে পারেননি। বাজার সিন্ডিকট আওয়ামী লীগ আমলে যা ছিল, তাই আছে। কোনো মানুষের কর্মসংস্থান হয়নি।”
প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, “আপনাক আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি। কিন্তু ছয় মাসেও আপনি কিছু করতে পারেননি। কোন মানুষের আপনি কর্মসংস্থান করতে পারেননি। আপনাকে রেখে আমাদের লাভটি কি? এই কথা যদি কেউ তুলে আমরা কি জবাব দেবেন? বিএনপির মুখটি আপনি রাখলেন বা কি?”
শেখ হাসিনার সমালোচনায় বিএনপির এই নেতা বলেন, “শেখ হাসিনার বিষয়ে বলতে আর ভালা লাগে না। একটা মানুষ খুঁজে পাবেন না যে, শেখ পরিবারর মধ্য ভালো।”
সমাবেশে বিএনপি রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন সহ বিএনপির নেতারা বক্তব্য দেন।